ভারতে যাবার পথে কুলাউড়ায় দালালসহ আটক-৩
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৩৭,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তনু গোপসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। মঙ্গলবার শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি। আজ বুধবার(১৪ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তপু গোপ (৩৭) হবিগঞ্জ সদরের রথিন্দ্র গোপের ছেলে। তপুকে সহায়তাকারী দুই দালালকেও আটক করে বিজিবি। আটককৃতরা হচ্ছেন শরীফপুরের লালারচক গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আব্দুল হাসিব (২৭) ও ওই গ্রামের আব্দুল খালিকের ছেলে ইমন আহমদ (১৯)।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বুধবার(১৪ সেপ্টেম্বর) জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তপুসহ দুই দালালকে আটক করা হয়। আটককৃতদের রাতে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মঙ্গলবার রাতে বিজিবির সদস্যরা আটককৃতদের থানায় হস্তান্তর করা হযেছে।