আম্বরখানায় সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:১৬,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০২২
সিলেট মহানগরীর আম্বরখানায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে আম্বরখানা-টিলাগড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এসময় আন্দোলনরত অটোরিকশা শ্রমিকরা অভিযোগ করে জানান, আম্বরখানা পয়েন্টে বুধবার দুপুর থেকে ‘হয়রানিমূলকভাবে’ গাড়ি রেকার করছে ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।
এদিকে অবরোধকালে আম্বরখানায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে আম্বরখানা-টিলাগড় সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। তবে বেলা সোয়া ২টার দিকে পুলিশ পরিস্থিতি শান্ত করে অবরোধ তুলে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।