সিলেটে র্যাব পরিচয়ে যুবদল নেতা মকসুদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:১১,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০২২
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি।
দলটির অভিযোগ, বুধবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে মকসুদকে তুলে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনী।
এমন অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, গত ১০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা মকসুদ আহমদ জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরপরই তাকে এভাবে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়া উদ্বেগজকনক। সরকার আইনশৃা্খলা রক্ষাকারী বাহিনীকে যে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করছে এ ঘটনাই তা প্রমাণ করে।
এমরান বলেন, মকুসদকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হলেও এখন পর্যন্ত কোন বাহিনী তা স্বীকার করছে না। আগের সব মামলায় মকসুদ জামিনে আছেন বলেও জানান তিনি।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও যুবদল নেতা মকসুদকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
তবে পুলিশ মকসুদদকে আটক বা গ্রেপ্তার করেনি জানিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, আমরা তাকে আনিনি বা অন্যকোন বাহিনী তাকে তুলে নিয়েছে বলেও তথ্য পাইনি।
তবে র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি আফসান আল আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। র্যাব-৯ এর গণমাধ্যম শাখার হটলাইন নাম্বারে যোগাযোগ করা হলে দায়িত্বরত এক সদস্য জানান, মকসুদ আহমদকে আটকের ব্যাপারে কোন তথ্য তার জানা নেই।