ট্রাফিক জ্যাম দেখে ১৫ মিনিট দৌড়ে অপারেশন থিয়েটারে পৌঁছলেন ডাক্তার
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৩৫,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০২২
কর্ণাটকের সার্জন ডাঃ গোবিন্দ নন্দকুমার অসংখ্য মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। কারণ নির্ধারিত সময়ে অস্ত্রোপচার করতে যানজট কাটিয়ে প্রায় ১৫ মিনিট দৌড়ে মণিপাল হাসপাতালে পৌঁছান তিনি। অপারেশন থিয়েটারে ছিল রোগী। এদিকে, রাস্তায় প্রবল যানজট, গাড়ির মধ্যে আটকে রয়েছেন। কীভাবে সময়ে হাসপাতালে পৌঁছবেন ভেবে উঠতে পারছিলেন না। অবশেষে, সিদ্ধান্ত নিলেন দৌঁড়েই হাসপাতাল পৌঁছবেন। তাই সময় নষ্ট না করে প্রায় ১৫ মিনিট দৌঁড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছন বেঙ্গালুরুর এই চিকিৎসক। হাসপাতালের দিকে ছুটে যাওয়ার তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নেটিজেনদের প্রশংসা পেয়েছে। একজন বলেছেন “সাদা কোটের পরিত্রাতা একটি আত্মাকে বাঁচাতে ট্র্যাফিককে হারিয়ে দিয়েছেন। ” রঞ্জন রাই সোশ্যাল মিডিয়ায় ডাক্তার নন্দকুমারকে নায়ক হিসেবে উল্লেখ করেছেন।
ঘটনাটি গত ৩০ আগস্টের। প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তাঁর গাড়ি। হাসপাতালে গিয়েই রোগীদের গলব্লাডার অস্ত্রোপচার করার কথা ওই চিকিৎসকের। তাই রোগীদের কথা ভেবেই শেষমেশ গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন নন্দকুমার। গত ১৮ বছর ধরে একাধিক জটিল ও সফল অস্ত্রোপচার করেছেন এই চিকিৎসক। যথেষ্ট সুখ্যাতিও রয়েছে তাঁর। রোগীদের কথা ভেবে যে ভাবে দৌড়ে হাসপাতালে গেলেন ওই চিকিৎসক, তাতে মোহিত সকলেই। ডাঃ নন্দকুমার বলেছেন: “ট্রাফিক জ্যাম থাকাকালীন, গুগল ম্যাপ হাসপাতালে যেতে ৪৫ মিনিট সময় দেখাচ্ছিলো। সাধারণত, সেই পথ দিয়ে হাসপাতালে পৌঁছতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগে৷আমি অপেক্ষা করেছিলাম কিন্তু গুগল মানচিত্রে সময় বদলায়নি। আমার একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার ছিল। তাই আর সময় নষ্ট করিনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে ওঁরা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’
সূত্র : gulfnews.com