সিলেট জেলা পরিষদ নির্বাচন: নাসিরকে ঘিরে সরব আ’লীগ, প্রতিদ্বন্দ্বীতায় প্রস্তুত এনামুল
প্রকাশিত হয়েছে : ৪:৩১:০৯,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও শিক্ষানুরাগী ড. এনামুল হক সর্দার আলোচনায় । নির্বাচনে এ দুই প্রার্থীর মধ্যে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিদ্বন্দ্বীতায় প্রস্তুতি নিচ্ছেন এনামুল সর্দার। আর এটা নিয়ে সরব সিলেটসহ জেলা পরিষদের ভোটার জনপ্রতিনিধিগন। কারণ এ নির্বাচনে সিলেটে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল প্রার্থী দেয়নি।
এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল। গত শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় নাসির খানকে সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
এর আগে সিলেট জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন দলের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ছাড়াও মনোনয়ন ক্রয় করেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। তবে মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়া অন্য ৪ নেতা দলীয় মনোনয়ন জমা দেন। শেষ পর্যন্ত ভাগ্য সুপ্রসন্ন হয় অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের, তিনি দলীয় মনোনয়ন পান।
প্রার্থীতা নিয়ে অনঢ় রয়েছেন ড. এনামুল হক সর্দার । অন্য দলের প্রার্থী না থাকায় এবং অন্যসব প্রার্থীরা সরে দাঁড়ালে শেষ পর্যন্ত এই দু প্রার্থীর মধ্যে নির্বাচনী লড়াই হবে বলে ব্যাপক আলোচনা চলছে। গত জেলা পরিষদ নির্বাচনে প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই করে পরাজিত হওয়া শিক্ষানুরাগী ড. এনামুল হক সরদার জৈন্তা বার্তাকে বলেন- গত নির্বাচন করায় অনেক জনপ্রতিনিধি আমার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। তাঁদের অনুরোধে আমি প্রাথমিকভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
জানা যায়- ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ ড. এনামুল হক সরদার সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমানের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৫৩ ভোট পেয়ে পরাজিত হন। ২৪ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকা এনামুল সর্দার সিলেট শহরে বিভিন্ন প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসার সাথে জড়িত রয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর। আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।