আগামী মাসে পূর্ণাঙ্গ হচ্ছে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৫৩,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
দীর্ঘদিন কমিটিহীন থাকার পর সিলেট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় গত বছরের অক্টোবরে। এরপর দ্রæত আংশিক কমিটি এবং এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও নানা কারণে আংশিক কমিটি আর হয়ে উঠেনি। তবে শেষ পর্যন্ত এক বছরের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের এই গুরুত্বপূর্ণ ইউনিট। জেলা ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দীর্ঘদিন কমিটিহীন থাকার পর নানা চড়াই উৎরাই পেরিয়ে ২০২১ সালের ১২ অক্টোবর সিলেট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তখন সাত দিনের মধ্যে আংশিক ও এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির কথা ছিল। কিন্তু নানা কারণে আংশিক কমিটি আর হয়ে উঠেনি। এর অন্যতম প্রধান কারণ ছিল বিদ্রোহ। কমিটি ঘোষণার পরপরই একটি অংশ বিদ্রোহ করে বসেছিল। এ নিয়ে সংবাদ সম্মেলনসহ রাজপথে আন্দোলন সংগ্রামও হয়েছে।
একটা অচলাবস্থার আশঙ্কা যখন খুব জোরালো হয়ে উঠছিল, তখনই পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন উর্ধ্বতন মহল। পরিস্থিতি শান্ত হয়ে আসে।
এরপর ছাত্রলীগ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট কমিটিগুলোর দিকে নজর দেন। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে দেয়ার পাশাপাশি নতুন নেতৃত্বের অনুসন্ধানও শুরু হয়। আহ্বান করা হয় জীবনবৃত্তান্ত।
এই তৎপরতা ধারবাহিকভাবে চলছে। ইতিপূর্বে তৃণমূলের ৪টি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সেগুলো হলো ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগ ও বালাগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগ।
এই শাখাগুলোর নেতৃবৃন্দ এখন রাজনীতির ময়দানে সক্রিয় এবং তাদের তৎপরতাও খুবই সন্তোষজনক বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র।
এছাড়া বর্তমানে গোয়াইনঘাট উপজেলা শাখা ছাত্রলীগ, গোয়াইনঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য সিভি সংগ্রহ ও বিচার বিশ্লেষণ চলছে।
এই তৎপরতার পাশাপাশি এই সেপ্টেম্বর মাসেই সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোরালো তৎপরতা চলছে। বিভিন্ন পদ-পদবীর জন্য যোগ্য নেতা বাছাই শেষে দ্রæত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।
নেতৃত্ব বাছাই প্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে সূত্রটি জানায়, কোন ধরনের পক্ষপাতিত্ব করা হবেনা। প্রকৃত যোগ্যতা সম্পন্ন নেতারাই পদ-পদবী পাবেন। কমিটি ঘোষণার পর যাতে কোন বিতর্কের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কাজ করছি আমরা।
সার্বিক বিষয় নিয়ে কথা বলতে চাইলে মঙ্গলবার সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের মোবাইল নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।
সভাপতি নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার সিভি সংগ্রহ ও বিচার বিশ্লেষণ চলছে। তবে এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গের দিকে।
এই সেপ্টেম্বরেই তারা তা করতে সক্ষম হবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নাজমুল।