ওসমানীনগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১২:০৪:৩৭,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০২২
সুরমা নিউজঃ
ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে সাধারন সম্পাদক দুলু মিয়ার সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি এস টি এম ফখরউদ্দিন চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ,সহ-সভাপতি শিব্বির আহমদ ওদুদু,যুগ্ম- সাধারন সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী,মাজহারুল ইসলাম মানিক,সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,আবদুল জমির,সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ,সহ-দফতর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী শফি,নির্বাহী সদস্য মোয়াজ্জেম আহমদ,ইসলাম উদ্দিন,শাহেদ আহমদ।
সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ এখন দিশাহারা। দেশে অস্থিতিশীলতা চলছে। মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নামতে শুরু করেছেন। সবাইকে সরকারের সব অপকর্মের প্রতিবাদ ঐক্যবদ্ধভাবে করতে হবে।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারকে হঠিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হলে আন্দোলনের বিকল্প নেই। তাই আগামী দিনে সরকার পতনের ডাক আসলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুহিদ মিয়া,সহ-সভাপতি খালেদ আহমদ শিশ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন,উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক সৈয়দ শাহজাহান আলী,রাজু আহমদ রাজ ,ফুজায়েল আহমদ,তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম জামিল প্রমুখ।