‘আবেগ নয়, ঠাণ্ডা মাথায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক’
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২:৫৪ অপরাহ্ণ
দীর্ঘদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ভুগছেন মুশফিকুর রহীম। অফফর্মের কারণে দল থেকে একাধিক বার বাদও পড়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মুশফিক এশিয়া কাপেও সমর্থকদের হতাশ করেছেন। গ্রুপপর্বের দুই ম্যাচে দুই অঙ্কের ডিজিট ছুঁতে পারেননি একবারও। যেকারণে তুমুল সমালোচনা সইতে হয়েছে মিস্টার ডিপেন্ডেবলকে। সার্বিক দিক বিবেচনা করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা জানিয়েছেন, আবেগের বশে নয়; ভেবেচিন্তে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।
মুশফিকের বাবা বলেন, ‘মুশফিক অনেক আবেগী। তবে এই সিদ্ধান্তে কোনো আবেগ নেই। ঠাণ্ডা মাথায় অবসরের নিয়েছে সে। গতকাল রাতে পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় ও।
আমরা মনে করি সময় উপযোগী সিদ্ধান্ত এটি। মুশফিকও তাই মনে করে। যেহেতু নিয়মিত পারফর্ম করতে পারছে না, নতুনদের সুযোগ দিতে চায় সে।’