বাজারের খাবার পরিহার, দুপুরে টিফিন নিয়ে আসতে হবে : ইউএনও রোজিনা আক্তার
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেছেন, ক্ষুধার্ত অবস্থায় কোন কিছুই মনে থাকে না, ভালো লাগে না, তাই স্কুলে আসার সময় বাড়ীতে ভাত বা রুটি খেয়ে আসতে হবে এবং দুপুরে খাবারের জন্য বাড়ী থেকে টিফিন নিয়ে আসতে হবে। আচার, আইসক্রিম, চানাচুর, ঝুলমুড়ি, কেক, বিস্কুট, চিপস, সকল প্রকার ঠান্ডা, ইত্যাদি খাওয়া যাবে না। এ গুলোতে পুষ্টিমান নেই, তাই বাজারের খাবার পরিহার করতে হবে। তিনি ৩১ আগষ্ট ২০২২ইং সিলেটের বালাগঞ্জ উপজেলা তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ে, কোভিড ১৯ টিকা গ্রহন প্রচার অভিযানের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রীদের উদ্যোশে উপরোক্ত আহবান জানান।
ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায়, এডাব ও হাঙ্গার প্রজেক্ট এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কোভিড ১৯ এর টিকা গ্রহন বিষয়ক সচেতনতা মুলক প্রচারনা কার্যক্রম প্রকল্প আওতায় নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল কাসেম আখন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার, আলী আমজাদ ভুইয়া, ভৈরব চন্দ্রনাথ, রহিমা খাতুন, সুপর্না রানী নাথ, নাজমিন আরা তাহেরা, নিরাপদ সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন।
অনুষ্ঠানে কোভিড ১৯ এর টিকা গ্রহন এর আহবান সহ গুজব কে না, মাদক কে না, দুনীর্তি কে না, বাল্য বিয়ে কে না, বেকারাত্ব কে না, বিষয়ে আলোচনা হয়।