জাতীয় শোক দিবস ও সাবেক এমপি আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
প্রকাশিত হয়েছে : ১১:০৬:২০,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহীদ এবং সাবেক এম.পি. আব্দুল জব্বারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল বুধবার (৩১ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটরিয়াম কুলাউড়ায় বুধবার দুপুরে আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-০২ মোহাম্মদ আবু জাফর রাজু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।
শোক সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সদস্যরা উপস্থিত ছিলেন।