মৌলভীবাজার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০:৩১:৫৪,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২২
মৌলভীবাজার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রায় ২২ লাখ টাকা ব্যায়ে নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের পাশে ভবনের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন। এ সময় বøুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।