সিলেটে থেকে বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৭:৪১:৩৬,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থেকে এক ব্যক্তি বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ( ৩১ আগস্ট ) বিকলে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি একজন পুরুষের এবং পঁচে দুর্গন্ধ বের হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালকুদার জানান, বিকেলে স্থানীয়রা বস্তা পড়ে থাকার খবর জানান। সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায় এবং বস্তা থেকে বেরিয়ে থাকা একটি দেখতে পান। তখন দুর্গন্ধে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছিল। আমরা ডুমের ব্যবস্থা করি এবং তারা লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারনা লাশটি অন্তত ৩/৪ দিন আগের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পিবিআই’র একটি দলও কাজ করছে।