সিলেটে সড়ক ছেড়ে দোকানের ভেতরে বাস, কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:১৯:২২,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
জকিগঞ্জের আটগ্রামে মঙ্গলবার বিকেলে বাস চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত ফাতেমা আক্তার জালালাবাদ গ্রামের আব্দুস ছালামের মেয়ে। সে লুৎফুর রহমান স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
গুরুতর আহত একই শ্রেণীর শিক্ষার্থী কাজির পাতন গ্রামের হাফিজ ইলাই মিয়ার মেয়ে খাদিজা আক্তারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, অনিকা এন্টার প্রাইজ নামক একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগতিতে একটি দোকানে ঢুকে পড়ে। এসময় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ধাক্কা দেয় বাসটি। ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বিক্ষোব্ধ স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগন রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।