মিশিগানে ঝড় তুললেন বেবী নাজনীন, প্রবাসীদের জনস্রোতে উন্মাদনা
প্রকাশিত হয়েছে : ২:২২:৫৬,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২২
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে:
যুক্তরাষ্ট্রের মিশিগানে হাজারো প্রবাসী বাংলাদেশির বাঁধভাঙা উচ্ছ্বাস আর উন্মাদনার মধ্য দিয়ে শেষ হলো নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল। বাঙালির জনস্রোতে তিনদিন ব্যাপী ২১তম এই মেলায় মিশিগানের ডেট্রয়েট জ্যাইন ফিল্ড পার্ক পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে।
গত শুক্রবার শুরু হওয়া মিশিগানে বসবাসরত প্রবাসীদের প্রাণের মেলা রোববার (২৮ আগস্ট) মধ্যরাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীনের সুরের মূর্ছনায় সমাপ্তি ঘটে।
উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই মেলাজুড়ে থাকা বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশি পন্যের সমাহার। দেশীয় স্বাদের খাবারে ব্যস্ত ছিলেন শত শত বাঙালি। দেশীয় সুরের মূর্ছনা, মুখরোচক খাবার আর বাঙালি পণ্যের হরেক রকমের পসরায় মিশিগানের বুকে একটুকরো চেনা বাংলাদেশের খোঁজ পান এখানকার প্রবাসীরা।
প্রবাসীদের এই মিলনমেলায় শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ক্লোজআপ ওয়ান তারকা শেখ নীলিমা শশী ও কণ্ঠশিল্পী শাহ মাহবুবের সুরের উন্মাদনায় মেতেছেন হাজার হাজার তরুণ-তরুণী।
গানের এক অন্য রকম আসরে শেষদিন যোগ দেন বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তাঁর উপস্থিতিতে দর্শকদের মাঝে উন্মাদনার রেশ যেন বহুগুণে বেড়ে যায়। মঞ্চে জনপ্রিয় এই শিল্পীর একের পর এক পরিবেশনায় হাজার হাজার প্রবাসী সীমাহীন উচ্ছ্বাস আর উল্লাসে ফেটে পড়েন।
শুক্রবার জনসমাগম কম দেখা গেলেও শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় মেলায় প্রবাসীদের জনস্রোত দেখা যায়। শুধু মিশিগান রাজ্যের নয়, পরিবার নিয়ে নিউজার্সি, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকেও প্রবাসী বাংলাদেশীরা উপভোগ করতে আসেন ঐতিহ্যবাহী এই মেলা।
তাছাড়া বাঙালিদের এই মেলায় ভিনদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনব্যাপী মেলার আগত দর্শনার্থীদের জন্য ছিল র্যাফেল ড্র। মেলায় আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল একটি জিপ গাড়ি।