প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ভিডিও ভাইরাল, যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৫৩,অপরাহ্ন ১৩ আগস্ট ২০২২
জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশালীন ভাষায় কটূক্তি করায় সিলেটের জকিগঞ্জে এক যুবক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবক জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বিএনপি নেতা ইজ্জাদুর রহমানের ছেলে আব্দুল ওয়াহিদ (২৬)।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর আব্দুল ওয়াহিদ জকিগঞ্জ বাজারের একটি জ্বালানি তেলের দোকানের সামনে গিয়ে মোটরসাইকেলে বসে প্রধানমন্ত্রীকে চরম অশালীন ভাষায় কটূক্তি করে ভিডিও নিজের ফেসবুকে আপলোড করেন। এ ভিডিওটি গত দুদিন থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভ দেখা দেয় সিলেটজুড়ে। তৎপর হয়ে উঠে আইনশৃঙ্খলা বাহিনী। কটূক্তিকারী যুবককে গ্রেফতারে জকিগঞ্জসহ সিলেটের বিভিন্ন উপজেলায় ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে টানা অভিযান চলে।
অভিযানে শনিবার ভোররাতে প্রথমে জব্দ করা হয় আব্দুল ওয়াহিদের ব্যবহৃত মোটরসাইকেল। আর দুপুর ৩টার দিকে আব্দুল ওয়াহিদকে জকিগঞ্জের সীমান্তঞ্চল থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কটুক্তিকারী আব্দুল ওয়াহিদের বাবা ইজ্জাদুর রহমান জকিগঞ্জ পৌরসভা বিএনপির ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি। তবে কটূক্তিকারী আব্দুল ওয়াহিদ গত কয়েক দিন থেকে রহস্যজনকভাবে নিজেকে সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী দাবি করে আসছিল বলে জানা গেছে।
জকিগঞ্জের একাধিক ছাত্রলীগ কর্মীর সাথে কথা বলে জানা গেছে, আব্দুল ওয়াহিদের পুরো পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও গত ইউপি নির্বাচনের পর থেকে রহস্যজনক কারণে আব্দুল ওয়াহিদ নিজেকে সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করত। সে যে মোটরসাইকেলে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেছে সেই মোটরসাইকেলটি বরখাস্তকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীবের।
বরখাস্ত হওয়া নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীবের নানা অনিয়ম, দুর্নীতি বাস্তবায়ন করতো আব্দুল ওয়াহিদসহ কয়েক যুবক। গত ইউপি নির্বাচনে ভোট কারচুপি করতে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব হাতেনাতে গ্রেফতার হন। এরপর শাদমান সাকীবের কয়েকজন দালালের নাম আসে প্রকাশ্যে। তখন আব্দুল ওয়াহিদও অনেকের নজরে আসেন। কিন্তু কৌশলী আব্দুল ওয়াহিদ নিজেকে রক্ষা করতে তখন নিজেকে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন।
প্রায় সময় জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের মিছিলে গিয়েও ছবি তুলে ফেসবুকে আপলোড করত। তবে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন, আব্দুল ওয়াহিদ সরকারি কলেজের ছাত্র নয় এবং কলেজ ছাত্রলীগের কেউ নয়। ছাত্রলীগের মিছিল শুরু হলে অনেকই মিছিলে আসে তাতে সবাই ছাত্রলীগ হয়ে যায় না।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশালীন ভাষায় কটূক্তি করে ভিডিও করার ঘটনায় অভিযুক্ত যুবক আব্দুল ওয়াহিদকে জকিগঞ্জের সীমান্তাঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীকে কটূক্তি করার সময় ভিডিও ধারণকারীকেও শনাক্ত করতে পুলিশ কাজ করছে।