ওসমানীনগরে লতিফিয়া একাডেমিতে আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:১৫,অপরাহ্ন ১১ আগস্ট ২০২২
ওসমানীনগরের লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর এ গতকাল মঙ্গলবার (৯ আগষ্ট) পবিত্র আশুরার তাৎপর্য ও শুহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার হাফিজ মাহবুব আলম শরীফের পরিচালনায় ও একাডেমির প্রিন্সিপাল মাওলানা এম এ রবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হাফিজ জুনাইদ আহমদ। বিষয় ভিত্তিক আলোচনা রাখেন অত্র একাডেমির হোস্টেল সুপার কে.এম শুহেদ আহমদ, প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ আজাদ আলী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক হাফিজ জাকারিয়া খান,হাফিজ এম এ মাজিদ,হাফিজ আব্দুল্লাহ আল মামুন,হাফিজ আব্দুল কাইয়ূম, হাফিজ ইব্রাহিম আলী,হাফিজ রুহুল আমিন,হাফিজ রুমান খান
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব আব্দুল্লাহ, আসিক মাহমুদ, সাবেক ছাত্র মোঃ জামিল আহমদ।
অনুষ্ঠানের সূচনালগ্নে নতুন ছত্রদের হিফজে সবক প্রদান করেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ওসমানীনগর বালাগঞ্জের সিনিয়র সহ সভাপতি উস্তাজুল হুফ্ফাজ হাফিজ সিরাজুল ইসলাম খাঁন সাহেব।
পরিশেষে জনাব মাওলানা এম এ রবের সমাপনী বক্তব্য,মিলাদ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।