সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:০১:৩৮,অপরাহ্ন ০৯ আগস্ট ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় রাজীব চন্দ্র দাশ (২৮) নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। তিনি এয়ারপোর্ট থানার কালাইউরা এলাকার জমজম টাওয়ারের প্রথম তলায় বসবাস করতেন। মঙ্গলবার (৯ আগষ্ট) ভোরে শিলিং ফ্যানের সাথে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রাজীব চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্ব আলোনিয়া গ্রামের মৃত রঙ্গলাল দাশের ছেলে।
সহকর্মী ও আশপাশের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজীব চন্দ্র দাশ গত ১ আগষ্ট থেকে গ্র্যান্ড সিলেটে কর্মরত থেকে পরিবার ছাড়া জমজম টাওয়ারের প্রথম তলায় বসবাস করতো। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে অজ্ঞাত কারণে তার রুমের দরজা বন্ধ করে দেন।
পরবর্তীতে তার রুমমেট ডিউটি শেষে ভোর অনুমানিক সাড়ে চারটার দিকে বাসায় গিয়ে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে জানালার দিকে গিয়ে দেখতে পান তার রুমমেট রাজীব চন্দ্র দাশ শিলিং ফ্যানের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে সহকর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যাহ তাহের সিলেট প্রতিদিনকে জানান, লাশে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।