শোক দিবস পালনে ওসমানীনগরে আ.লীগের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৪৬,অপরাহ্ন ০৮ আগস্ট ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলার তাজপুরস্থ ডাক বাংলায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনকে ঘিরে আগামী ১৫ আগস্ট সকাল ১০:০০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ ও ওই দিন বেলা ২:৩০ ঘটিকায় তাজপুরস্থ আনিকা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল পরবর্তী শিরনি বিতরণের আয়োজন সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে।
জাতীয় শোক দিবসের উপজেলা আওয়ামীলীগের এসব কার্যক্রমে যথা সময়ে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য সভার পক্ষ থেকে আহব্বান করা হয়।প্রস্তুতি সভায় বক্তারা বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘঠিত হয়েছিল ইতিহাসের কালো অধ্যায়। ঐ দিন বাঙালি জাতির স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ঘাতকেরা। সেদিন গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া। বঙ্গবন্ধুর জীবন আদর্শে উজ্জেবিত হয়ে এ দেশেকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করার পাশাপাশি মানবতার নেত্রী বঙ্গ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত দেশে রুপান্তরের মিশন বাস্থবায়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মেলিত প্রচেষ্টার আহব্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা জাহেদ সুমন, বক্কর মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী, আবুল মিয়া, ফজলু মিয়া, কয়েছ আহমদ শাহনুর, শায়েস্তা আল নোমান, আক্তার আহমদ মিনছার, জুবায়ের আহমদ শাহীন, আফসার আহমদ, মফচ্ছিল আহমদ মনর প্রমুখ।