সিলেটে পরিবারের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:০৪,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২২
সিলেটের গোলাপগঞ্জে পরিবারের সঙ্গে অভিমান করে এক তরুণ আত্মহত্যা করেছেন। তার নাম হল- রাব্বি আহমদ সালমান (২০)। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. সোনাহর আলীর পুত্র।
রবিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীতে একটি দোকানের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার (৬ আগস্ট) রাত ২টার পর যেকোনো সময়ে তিনি আত্মহনন করতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম।
তিনি বলেন- পরিবারের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আমরা তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কারণ জানা যাবে। তবে আমাদের তদন্ত অব্যাহত থাকবে।