বড়লেখায় অবৈধ কারেন্ট জাল রাখায় ২ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১:২৪:১৪,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২২
মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি পাড়ের কানুনগো বাজারের শনিবার দুপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেই সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত দু’জন ব্যবসায়িকে জরিমানা করেছে। পরে বিকেলে উপজেলা পরিষদের মাঠে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। বড়লেখা থানার এসআই নজরুল ইসলাম পুলিশ সদস্যসহ আদালতকে সহায়তা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কানুনগো বাজারের ব্যবসায়ি আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও ব্যবসায়ি আব্দুল মুকিতকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় তাদের দোকান থেকে প্রায় ১০ হাজার মিটার দীর্ঘ ৯৭ পিচ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন সাংবাদিকদের জানান, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়িকে অর্থদন্ড করা হয়েছে।