মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:১৩:৩০,অপরাহ্ন ০২ আগস্ট ২০২২
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) ওয়ারেন সিটির হলমিছ পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। এতে অ্যাসোসিয়েশন সদস্যদের পরিবারসহ বাংলাদেশি কমিউনিটির মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আড্ডা আর খোশগল্পে মেতে উঠেন সবাই।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বনভোজন উপ-কমিটির আহ্বায়ক আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান। তার সঙ্গে ছিলেন সদস্য সচিব প্রস্যন্ন চন্দ ও ডেট্রয়েট পাবলিক স্কুলের সাবেক শিক্ষক শাহ খালিশ মিনার।
এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় এসময় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এসএম হাসান ইকবাল, মিল্টন বড়ুয়া, ম্যানেজার বোর্ড অফ অ্যাডুকেশনের এটলার্ড মেম্বার অলিউর রহমান, রিয়েলেটর ইকবাল আহমদ।
আরও বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আমিনুল হক, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবাদুল ইসলাম, জাবেদ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, জয়ন্ত দেব অনুপ, আতিকুর রহমান ভূইয়া, মোহাম্মদ রফিকুল, মোতাব্বির শাহীন, সাংবাদিক হেলাল উদ্দিন রানা, ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব। অনুষ্ঠানের শেষে সভাপতি ও বনভোজন উপকমিটির আহবায়কের সমাপনী বক্তব্যের মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে