কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৪৯,অপরাহ্ন ০১ আগস্ট ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৬টি মামলায় মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত শনিবার (৩০ জুলাই) রাত ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সোমাইয়া আক্তারের নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশের সহায়তায় শমশেরনগর বাজার ও আশেপাশের এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে শমশেরনগর বাজার ও হালিমা বাজারের ৬টি দোকান রাত আটটার পর খোলা রাখার অভিযোগে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সোমাইয়া আক্তার বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।