সিলেটে গ্রেফতার না করে আসামির সাথে দারোগার সখ্যতা
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:৫০,অপরাহ্ন ৩০ জুলাই ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) হত্যা মামলায় আসামি করায় বাদিকে হুমকি দিচ্ছে তিন আসামি। ওই আসামি সামাদ মিয়া (২৬), কাইয়ুম মিয়া (৩৮) ও আহাদ মিয়া (৫০) নিহতের বড় ভাই মামলার বাদি শাহিন মিয়া (৩৮) কে এমন হুমকি দিচ্ছেন। মামলার বাদি শাহিন আহমদ উপজেলার অলংকারি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
এছাড়াও মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রুমেন আহমদ প্রভাবিত হয়ে আসামিদের গ্রেফতার না করে উল্টো চারজনকে চার্জশীট থেকে বাদ দিয়ে মনগড়া প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। রাত হলে টেংরা বাজারে ওই তিন আসামিদের সাথে অবাদে চলাফেরা করেন এসআই রুমেন আহমদ। মামলাটি সঠিক তদন্তের স্বার্থে এসআই রুমেন আহমদকে পরিবর্তন করে অন্য সংস্থার কাছে হস্তান্তরের দাবি করা হয়।
এমন অভিযোগ এনে শনিবার দুপুরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও নিহতের পরিবারবর্গ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদ শাহ বুরহান আহমদ রুবেল।
এসময় উপস্থিত ছিলেন, নিহত আব্দুল বাছিতের মা আনোয়ারা খাতুন, দুই বোন রোজিনা বেগম, সুজিনা বেগম, বাদি শাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এসআই রুমেন তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তিনি ইতোমধ্যে ১ ও ২ নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সঠিক তদন্ত করে চার্জশীট দেয়া হবে বলে জানান।