ওসমানীনগরে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:১০:৩১,অপরাহ্ন ৩০ জুলাই ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে মোস্তাকিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তির লাশ পানি থেকে উদ্ধার করেছে থানাপুলিশ। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার হতিউর গ্রামের বাসিন্দা ও বর্তমানে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের সাংবাদিক আব্দুল মতিনের বাড়িতে কাজ করতেন।
গতকাল শুক্রবার রাত ৭টার দিকে গোয়ালাবাজারস্থ নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানাগেছে, মোস্তাকিম মিয়া প্রায় ৩ বছর ধরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা দাশপাড়া গ্রারে ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিনের বাড়িতে কৃষিকাজের চাকুরি করতেন। বিকেল ৪টার দিকে গরুর ঘাস কাটার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের পুকুরে ডিংগি নৌকা নিয়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় বাড়ির মালিক আব্দুল মতিন ও অন্যরা তাকে হাওরে খুঁজতে গিয়ে দেখতে পান কাটা ঘাসসহ নৌকা উল্টানো অবস্থায় ডুবানো। থানা পুলিশসহ অন্যরা ডুবানো নৌকা সরিয়ে পানির নিচে খোঁজার পর মোস্তাকিম মিয়ার লাশ পাওয়া যায়।
এব্যাপারে ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।