শাবির বুলবুল হত্যাকাণ্ডে কামরুল- হাসানেরও স্বীকারোক্তি
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:০৮,অপরাহ্ন ২৮ জুলাই ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী বুলবুল আহমদের হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আরও দুই আসামী।
তারা হলেন এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও গ্রামের গোলাব আহমদের ছেলে কামরুল ইসলাম (২৯) ও মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৪টার দিকে তাদেরকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২ সুমন ভুঁইয়ার আদালতে তোলা হলে ১৬৪ ধারায় তাদের জবানবন্দী রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
এরআগে ২৭ জুলাই একই আদালতে আসামি মো.আবুল হোসেনকে (১৯) তোলা হলে তিনিও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আবুল টিলাগাঁও গ্রামের মো. আনিছ আলীর ছেলে।
এদিকে, বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৬ জুলাই জালালাবাদ থানায় শাবির রেজিস্ট্রার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন (নং- ২৮/১৭৯)।
উল্লেখ্য, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাদদেশে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন ২২ বছর বয়সী শাবি শিক্ষার্থী বুলবুল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। হত্যাকাণ্ডের সময় তার সাথে ছিলেন বান্ধবী ঊর্মি। ছুরিকাঘাতে আহত বুলবুলকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঊর্মিও সেখানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বুলবুল মৃত্যুবরণ করেন।