কোম্পানীগঞ্জে বাসের ধাক্কায় মা ছেলে নিহত
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কোম্পানীগঞ্জে রাস্তা পারাপারের সময় সাদা পাথর পরিবহন নামের বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলের দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকর খাগাইল বহরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল কায়েত গাঁও এলাকার রইছ আলীর স্ত্রী দুলভী বেগম ও তার শিশু সন্তান সিদ্দিকুর রহমান।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার খাইতগ্রামের রইছ মিয়ার স্ত্রী দুলভী বেগম (৪০) ও তার ছেলে সিদ্দিকুর রহমান সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মেঘেরগাঁও এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল তিনটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল বহরঘাটা এলাকায় রাস্তা পারাপারের সময় সাদা পাথর পরিবহন নামক বাসের ধাক্কায় গুরুতর আহত হন দুলভী বেগম ও তার ছেলে। স্থানীয়রা পুলিশের সহযোগিতায় দ্রুত তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। তার নাম মোবারক হোসেন (২৫)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত মফিজ আলীর ছেলে।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, রাস্তা পারাপারের সময় খাগাইল বহরঘাটা এলাকায় সাদা পাথর পরিবহন বাসের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।