সিলেটে শুক্রবার ‘তাওবা ইস্তেগফার’ মাহফিল
প্রকাশিত হয়েছে : ৯:২৭:৩৮,অপরাহ্ন ২৮ জুলাই ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে শাহী ঈদগাহ ও হাজারীবাগ এলাকাবাসীর উদ্যোগে আগামীকাল শুক্রবার তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন। কর্মসূচীটির ব্যবস্থাপনায় রয়েছে জালালাবাদ ইমাম সমিতি-সিলেট। বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত ঐতিহ্যবাহী সিলেট শাহী ঈদগাহ ময়দানে এই তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ের সকল দুর্যোগ, বিপদআপদ ও বালা মুসিবত থেকে মুক্তি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় এই আয়োজন। মাহফিলে নসিহত পেশ ও দোয়া পরিচালনা করবেন শায়েখ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব বরুনা।
এ ছাড়া শায়েখ মুহাম্মদ বিন ইদ্রিস (শায়েখ লক্ষ্মীপুরী), শায়েখ মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি), শায়েখ শফিকুল হক (সুরাইঘাটি), শায়েখ নূরুল ইসলাম খান (সুনামগঞ্জী), শায়েখ আহমদ আলী (শায়েখ চিল্লা), শায়েখ মুফতি ওলিউর রহমান (খাসদবির), শায়েখ মজদুদ্দীন আহমদ (ভার্থখলা), শায়েখ মহসিন আহমদ (কৌড়িয়া)সহ বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন।