সব নাটককে ছাড়িয়ে গেল নেইমার, অভিনয়ের মাধ্যমে পেনাল্টি আদায়
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ
ব্রাজিল ফুটবলের সব থেকে হাস্যকর চরিত্র নেইমার। হতে পারতো ভালো তারকা হয়ে যাচ্ছেন ভালো ভাড়। সামান্য বাধা পেয়ে মাঠে গড়াগড়ি খাওয়া, অযথা ডাইভ দেওয়ায় নেইমারের জুড়ি নেই। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গাম্বা ওসাকার বিপক্ষে ৬-২ গোলের জয় দিয়ে পিএসজি জাপান সফর শেষ করেছে। ম্যাচটিতে অযথা ডাইভ দিয়ে হাসির খোরাক হয়েছেন নেইমার।
ম্যাচের ৩১ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। এমন সময় বাঁ প্রান্তে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন নেইমার। ওসাকার ডিফেন্ডার জেন্টা মিউরা তাকে আটকানোর চেষ্টা করেন। তাকে কাটিয়ে নেইমার এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মিউরো পড়ে যান।
পড়ে যাওয়ার আগে তার পা গিয়ে লাগে নেইমারের ডান পায়ে। সামান্য টাচ হলেও নেইমার এমনভাবে পড়ে যান, যা দেখে যে কেউ বলবে তিনি হয়তো মারাত্মক কোনো চোট পেয়েছেন!
Neymar sold this one pretty well en route to a penalty for PSG. 👀 pic.twitter.com/Pww5lTqHbn
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) July 25, 2022
নেইমারের কাণ্ড দেখে রেফারিও পেনাল্টির বাঁশি বাজান। নিঁখুত স্পটকিক থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। যদিও সেটি পেনাল্টি হওয়ার মতো ঘটনা ছিল না।
জেনতার চ্যালেঞ্জের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার শিকার হন নেইমার। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন কায়দায় পেনাল্টি আদায়ের বিষয়টি ভালোভাবে নেননি ফুটবল ভক্তরা।
নেইমারের শূন্যে লাফ দিয়ে পড়ে যাওয়ার দৃশ্য শেয়ার করে বলা হচ্ছে, ‘একদম সুইমিং পুলের ডাইভ!’ কেউ আবার বলছেন, ‘কী দরকার ছিল, দল তো এমনিতেই জিতেছে। ‘ আরেক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও এভাবে ডাইভ দিতে হয়!’