সিলেটে পানসি রেস্টুরেন্টে পঁচা-বাসি খাবার, জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩:২৩:১৪,অপরাহ্ন ২৬ জুলাই ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর পানসিসহ ৪ প্রতিষ্ঠান ও বিশ্বনাথে একটি মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের পৃথক দল অভিযান চালায়।
পানসিতে পঁচা গাজরসহ বিভিন্ন ধরনের খাবার এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পায় ভোক্তা অধিদপ্তর। এসব অপরাধে পানসি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক সেলিম মিয়া।
এছাড়াও তিনটি প্রতিষ্ঠানকে আরও ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে, দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট কার্যালয় ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ টিম যৌথভাবে বিশ্বনাথ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধের মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে মেডিএইড অ্যাডভান্সড মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
একইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কদমতলী, জিন্দাবাজার ও মদিনা মার্কেটে বাজার তদারকি অভিযান পরিচালনা করে। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং অধিকমূল্যে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে, কদমতলীতে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, জিন্দাবাজারে পানসি রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা এবং মদিনা মার্কেটে একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়েল সহকারী পরিচালক মো. সেলিম মিয়া ও সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।
অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর একটি চৌকস টিম, কৃষি বিপণন অধিদপ্তর এবং বাজার কমিটির সদস্যরা। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।