ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৪৫,অপরাহ্ন ২৫ জুলাই ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
অজ্ঞাতানামা ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
তার নাম বুলবুল আহমদ (২২)। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলায়।
বুলবুল শাবি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
আজ সোমবার ( ২৫ জুলাই ) রাত সোয়া ৮টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন গাজিকালুরটিলার নিচ থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত বলে ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় বুলবুল আহমেদ। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মর্বিকর্তা ( ওসি) নামজমুল হুদা খান জানিয়েছেন, ঘটনাস্থলে রক্ত ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি। তারা জায়গাটি ঘিরে রেখেছেন। পুলিশের ক্রাইম রেসপন্স টিম যাচ্ছে।
এদিকে আমাদের শাবি প্রতিনিধি দেলওয়ার হোসেন জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল মারাত্মক আহত হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
অপর একটি সূত্র জানায়, বুলবুলের বাড়ি নরসিংদী জেলার সদর থানার চিনশপুর নন্দীপাড়ায়। তার পিতার নাম ওহাব আলী।