রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর ইয়ারলাঞ্চিং মিটিং অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:১০:০৬,অপরাহ্ন ২৫ জুলাই ২০২২
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর ইয়ারলাঞ্চিং মিটিং (২৩ জুলাই) শনিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর তালতলাস্থ হীলটাউন হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর সভাপতি রোটার্যাক্টর রুহেল আহমেদ এর সভাপতিত্বে ও রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর সদ্য অতীত সভাপতি জাহিদুল ইসলাম জাহেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর জেলা গভর্নর নমিনি রোটারিয়ান এ এইচ এম ফয়সল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট গ্রীন এর পি এস সি সি রোটারিয়ান আতাউর রহমান ভুইয়া, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সোহেল, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি কয়েছ আহমেদ সুমন, আমাদের অবিভাবক ক্লাব এর সভাপতি রোটারিয়ান আক্তার হোসেন, গ্রীন বাড্স এর পাস্ট প্রেসিডেন্ট ফারহান আহমদ শোহাইব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডিশনাল ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেন্টিভ রোটার্যাক্টর পাস্ট প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুর রহমান, মো. রাসেল মিয়া, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটার্যাক্টর পাস্ট প্রেসিডেন্ট আল-আমিন, রবিউল ইসলাম সানী, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মো. লায়েক আহমেদ, এডিশনাল ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মো. সুমন আহমেদ, রিজিওনাল রিপ্রেজেন্টিভ আব্দুস শহীদ সাদেক, জোনাল রিপ্রেজেন্টিভ সৈয়দ জাকির আহমেদ, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর সহ-সভাপতি রেজাউল করিম বিহারী, মো. বেলাল হোসাইন, মো. জুয়েল আহমেদ, সচিব মো. এরশাদ মিয়া, যুগ্ম-সচিব সলিল সরকার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো. মাজহারুল ইসলাম মাসুদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর জুনেদ আহমদ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মো. সালেক আহমেদ সাজু, ক্লাব সার্ভিস ডিরেক্টর আহমেদ হাসান মাহফুজ, ফাইনান্স ডিরেক্টর নাহিদুর রহমান জাহেদ, ক্লাব ইডিটর নাহিদ মিয়া, চীফ সার্জেন্ট শায়েক আহমদ, ক্লাবের নতুন মেম্বার হিসেবে যোগদান করেন রাব্বি আলম প্রমুখ।
গ্রীন বাড্স সহ সিলেট জোনের বিভিন্ন ক্লাবের রোটার্যাক্ট মেম্বার এবং অতিথিবৃন্দরা উপস্থিত থেকে প্রোগ্রাামটিকে সফল এবং সার্থক করার জন্য গ্রীন বাড্স পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।