ক্বিরা’আতুল কুরআন পরিষদ,সিলেট এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:১৪:১৭,অপরাহ্ন ২৪ জুলাই ২০২২
নাছরু চৌধুরীঃ
ক্বিরাআতুল কুরআন পরিষদ সিলেট এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই ২০২২ শনিবার বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্ট এর হলরুমে পরিষদের সভাপতি জনাব সৈয়দ মওদুদ আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খাইরুজ্জামান চৌধুরী ফাহিম এর পরিচালনায় সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের অর্থ সম্পাদক ক্বারি ইয়াহিয়া আহমদ এবং নাতে রাসুল সা: পরিবেশন করেন সদস্য মুহাইমিন আহমদ।
বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোঃ ফাহিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ, অফিস সম্পাদক সৈয়দ মাহমুদ আহমদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী সদস্য মোঃ হাফিজুল ইসলাম কুদ্দুস, আব্দুল্লাহ আল মাওসুফ, আব্দুল্লাহ আল নায়ীম, জামিল আহমদ, জুবেল আহমদ, নাছরু আহমদ চৌধুরী, ঈমান আলী, আলমগীর হোসেন, কামিল হোসেন, ইমরান আহমদ,জিয়াউল হক, হুসাইন আহম প্রমুখ। অনুষ্ঠান শেষে হযরত শাহজালাল ইয়ামনী রহ: এর ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন খতমের দু’আ পরিচালনা করেন পরিষদের সভাপতি জনাব সৈয়দ মওদুদ আহমদ।
ক্বেরাতুল কোরআন পরিষদ ভয়াবহ বন্যা কালিন সময় অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে এবং বন্যা পরবর্তী সময়েও এই সংগঠন টি অসহায় মানুষদের জন্য কাজ করে যাবে। তাছাড়া কোরআন এর খেদমতে এই সংগঠনটি বিশ্ব বিখ্যাত ক্বারিদের নিয়ে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন করে থাকে।