ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় সজল দাস হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১:৪১:৫০,অপরাহ্ন ২২ জুলাই ২০২২
নাছরু চৌধুরী:
সিলেটের ফেঞ্চুগঞ্জে শারীরিক প্রতিবন্ধী সজল বিশ্বাস হত্যার প্রতিবাদে ও গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ঘিলাছড়া মোকামবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন কুমার দেবনাথ, সমাজসেবক শাহিন আহমদ, আমিনুর রহমান জুয়েল, শরবিন্দু দে, রঞ্জিত দেবনাথ, ইউপি সদস্য কয়ছর আহমদ, কবির উদ্দিন রাসেল, সনাতন সংঘের সভাপতি প্রণব চক্রবর্তী, শিক্ষক আবুল কাসেম, বিজয় চক্রবর্তী, আশরাফুল হাসান দানিয়ল, সাংবাদিক নাছরু আহমদ চৌধুরী, আক্তারুজ্জামান সহ আরো অনেকেই।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ঘিলাছড়ায় দিন দিন কিশোর গ্যাংদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং এই কিশোর রা নানাভাবে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে , কিশোর গ্যাংরাই জোয়ার আড্ডা বসায় মোবাইল গেইমস এর মাধ্যমে। যারা হত্যার সাথে জড়িত রয়েছে তারা এর আগেও নানান ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল বক্তারা আরও বলেন হত্যাকারীদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। পরিশেষে তারা ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সহ ইউ, পি, সদস্য যারা অপরাধীদের ধরিয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত বুধবার (২০ জুলাই) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামে সজল বিশ্বাস (৩৮) নামে এক দোকান কর্মচারীকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ৫জনকে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।