ওসমানীনগরে লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন, মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:৩৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০২২
সিলেটের ওসমানীনগরে ভ্যাপসা গরমে লোডশেডিং হচ্ছে চরমে। লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।ভয়াবহ লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে রাস্তায় নেমেছেন ওসমানীনগর উপজেলার মানুষ।
রোববার দিবাগত রাত সোয়া ৯ টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর সাব স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন হাজার হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা অবরোধ করে বিক্ষোভের কারণে মহাসড়কের দু পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এসময় সীমাহিন দুর্ভোগের শিকার হন দূরপাল্লার যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেয়ার জন্য বিক্ষুব্ধ জনতার প্রতি আহ্বান জানাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।