কমলগঞ্জে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৪৭,অপরাহ্ন ১৭ জুলাই ২০২২
কমলগঞ্জে এক যুবকের আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার রহিমপুর ইউনিয়ন কালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
এলাকাবাসী জানান, খায়রুল ইসলাম চৌধুরী ছেলে বায়েজিদ মিয়া (২২) পরিবারের সাথে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডেকে তুলতে গিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে লাশটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।