আলোচনায় ‘নাথিং ফোন ১’, কী আছে এতে
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২২, ৩:২৯ অপরাহ্ণ
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং তাদের প্রথম স্মার্টফোন নাথিং ফোন-১ উন্মোচন করেছে। ফোনটিকে ঘিরে বিশ্বে রহস্যের দানা বেঁধেছিল। ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই নাথিং ফোনের প্রধানের দায়িত্বে আছেন। আর এ জন্যই ফোনটি ঘিরে বাড়তি উন্মাদনা কাজ করছে।
বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন, ফোনের ভেতরে কী রয়েছে তা বাহির থেকেই দেখা যাবে। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। ফোনটির ডিসপ্লে থেকে ক্যামেরা সব কিছুতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। আপাতত দুটি রঙে লঞ্চ করা হয়েছে নতুন এই স্মার্টফোন। কালো এবং সাদা এই দুই রঙের মধ্যে থেকেই ক্রেতারা বেছে নেবেন তাদের পছন্দের ফোনটি।
স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি ১০-বিট ওএলইডি ডিসপ্লে। রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি ও ৬এনএম প্রসেসর। সংস্থার দাবি এই চিপসেট বিশেষ ভাবে টিউন করেছে কোয়ালকম। ফোনটিতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। ডিসপ্লে প্যানেলে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন।
ঝকঝকে ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে, প্যানোরামা নাইট মোড, পোর্ট্রেট মোড, সিন ডিটেকশন, এক্সট্রিম নাইট মোড এবং এক্সপার্ট মোড ফিচার। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর রয়েছে।
এই ফোনে থাকছে সাড়ে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এক ঘণ্টার মধ্যে ফুল চার্জ করা হবে এই ফোন। কোম্পানির দাবি একবার চার্জে সারাদিন চলবে এই ফোন। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ফেস আনলকের সুবিধা। ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সাপোর্ট। সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি আপডেটের সুবিধাও।
নাথিং ফোন ১ এর ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ভারতে ৩৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি/২৫৬ জিবির দাম ৩৮,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার উপলক্ষে ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের জন্য ২৯,৯৯৯ টাকা, ১২ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টটি ৩২,৯৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। ফোনটির এখন প্রি অর্ডার বুকিং চলছে।
বুধবার লঞ্চ হওয়া ফোনটি আগামী ২১ জুলাই থেকে ক্রেতারা কিনতে পারবেন।
একনজরে নাথিং ফোন ১-এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৫৫ইঞ্চি
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর
র্যাম: ৬ জিবি ও ১২ জিবি
স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর
ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর
ব্যাটারি: ৪৫০০ এমএএইচ