পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:৫৪,অপরাহ্ন ১৪ জুলাই ২০২২
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে পাঁচ নারীসহ ১৬ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে। সদ্য মারা যাওয়া ব্যক্তি হলেন মো. ফয়জুর রহমান।
স্থানীয় সময় বুধবার ফয়জুর রহমান মারা যান। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯। তিনি সিলেটের শাহপরান থানার বাসিন্দা।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গেছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি। আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে।