বন্যায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে কাদিপুর যুব সমাজ
প্রকাশিত হয়েছে : ১২:০৬:০৪,অপরাহ্ন ১৩ জুলাই ২০২২
সুরমা নিউজঃ
বন্যায় বিপর্যস্ত সিলেটের ওসমানীনগর এলাকা। বেকায়দায় আছেন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও। নিম্নবিত্তরা সহায়তা পেলেও সেক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত-মধ্যবিত্তদের। বন্যায় বিপর্যস্ত এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন ওসমানীনগর উপজেলার কাদিপুর যুব সমাজ। বন্যার শুরু থেকেই অসহায় মানুষের পাশে ঢাল হয়ে দাড়িয়েছেন তারা।
কাদিপুর যুব সমাজের উদ্দ্যোগে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় কাদিপুর গ্রামের ১০০ জন অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়।
এছাড়াও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাদিপুর যুব সমাজ ৪০০ পরিবারকে ত্রান সহায়তা ত্রাণ প্রদান করেছে।
চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাদিপুর যুব সমাজের উদ্দ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।