বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণে সিলেট এসেছেন মন্ত্রী ইমরান
প্রকাশিত হয়েছে : ২:৩৯:০৭,অপরাহ্ন ০৭ জুলাই ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রেমর উদ্বোধন করতে সিলেট সফরে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ আজ বৃহস্পতিবার সকাল ৯টার সময় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি সরাসরি সড়ক পথে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
মন্ত্রীর আজকের এ সফরে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।
এ সময় মন্ত্রীকে স্বাগত জানান, সিলেটের জেলা প্রশাসক মো.মজিবুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, কোম্পানি গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদীন, কোম্পানি গঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, সালুটিকর কলেজের অধ্যক্ষ সাকের আহমদ, আলীর গাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আলীর গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল।
সফর সূচী অনুযায়ী- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কোম্পানীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নে যাবেন। সেখানে পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত এবং সংস্কার করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কোম্পানীগঞ্জ উপজেলার ৩০০ পরিবারের জন্য বরাদ্দকৃত ১০ হাজার টাকা করে অর্থ বিতরণ এবং ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এরপর সড়ক পথে কোম্পানীগঞ্জ থেকে গোয়াইনঘাটের নন্দিরগীও ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। সেখানে সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৬০০ পরিবারকে ১০ হাজার টাকা করে বরাদ্দকৃত অর্থ এবং ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
মন্ত্রী তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে আজ বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার ৩ হাজার ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১২০০ প্যাকেট ঈদের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
সফরের শেষ পর্যায়ে মন্ত্রী নিজের নির্বাচনী এলাকা জৈন্তাপুরের চিকনাগুল যাবেন। বেলা সাড়ে ১১টায় চিকনাগুল ইউনিয়নে এ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। জৈন্তাপুর উপজেলায় ঘরবাড়ি মেরামত এবং সংস্কারের জন্য ১০ হাজার টাকা করে পাবেন ৩০০ পরিবার।
এরপর বিকেল ৪টায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের পুনর্বাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সিলেট সার্কিট হাউজ অডিটরিয়ামে আলোচনায় বসবেন মন্ত্রী ইমরান আহমদ।
সংক্ষিপ্ত সফর শেষে এদিন আজ রাত ৮টা ৫০ মিনিটে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।
সরকারি এ সফরে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম মন্ত্রী সফরসঙ্গী হিসেবে রয়েছেন।