সিলেটে কাজ না করেই ৫২ বিদ্যালয়ের কোটি টাকা লুপাট
প্রকাশিত হয়েছে : ১২:১০:৫৫,অপরাহ্ন ০৭ জুলাই ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
জকিগঞ্জে অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র প্রকল্প মেরামতের নামে এক কোটি ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা।দীর্ঘ ৬মাস বিদ্যালয়ে কোন মেরামত না করেও কাগজপত্রে সবক’টি বিদ্যালয়ে কাজ সম্পন্ন দেখানো হয়েছে। কাজ দেখিয়ে হিসাব রক্ষন অফিসে বিল ভাউচার জমা দিয়ে টাকা উত্তোলন করে নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা।
জানা গেছে, ৫২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্ষুদ্র মেরামত প্রকল্পের এক কোটি ২ লাখ টাকা বরাদ্ধ হয় গত ডিসেম্বরে। এই টাকা নিজের একাউন্টে জমা রাখেন শিক্ষা কর্মকর্তা। এরপর প্রতিটি বিদ্যালয় থেকে ১০ শতাংম করে উৎকোচ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও কমিটির হিসাব নম্বরকে পাশ কাটিয়ে তার অধীনস্থ প্রধান শিক্ষকের ব্যক্তিগত নামে টাকা প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৪টি বিদ্যালয়ে সামান্য কাজ হলেও বাকী বিদ্যালয়ে কোন সংস্কার কাজ হয়নি। এমনকি নতুন নির্মিত বিদ্যালয় ভবনেও কাগজেপত্রে কাজ দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে। এনিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৭ জন প্রধান শিক্ষক বিলেন, ‘আমরা উনার অধীনে চাকুরি করি। উনি আসার পর থেকে এভাবেই চলছে কার্যক্রম।’ অসহায়ের মত শিক্ষকরা সাংবাদিকদের টাকার বান্ডিলের ছবি সরবরাহ করে উৎকোচ দিতে বাধ্য হয়েছেন বলে জানান।
তাছাড়া তিনি মাসের বেশীরভাগ সময় কর্মস্থলে না থেকে ইচ্ছেমত মৌখিকভাবে শিক্ষক ও প্রধান শিক্ষদের পেশনে বদলী বাণিজ্য করেই চলেছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাদেওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য শামীম আহমদ চৌধুরী জানিয়েছেন, এ টাকার কোনো অংশই আমাদের বিদ্যালয়ের নামের ব্যাংক হিসাব নাম্বারে আসেনি। তাই কমিটির সবাই টাকার খবরটি পযন্ত জানি না।
কামালপুর (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য আব্দুর রহিম ও কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য বোরহান উদ্দিন ক্ষোভ প্রকাশ করে একই সুরে বক্তব্য দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার বলেন, ‘ভুলক্রমে প্রধান শিক্ষকদের নামে টাকা দেওয়া হয়েছে।’ এটা কোন অনিয়ম দুর্নীতি মানতে রাজি নয় তিনি। পরবর্তীতে হলেও এসব বিদ্যালয়ে কাজ হবে বলে জানান।
শ্যামল সিলেট