লিভারপুল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হকের পক্ষ থেকে বানভাসি মানুষদের নগদ অর্থ উপহার
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৫১,অপরাহ্ন ০৬ জুলাই ২০২২
সুরমা নিউজ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হক এর পক্ষ থেকে বুধবার তার নিজ বাসভবনে একহাজার পানিবন্দি পরিবারকে নগদ অর্থ উপহার দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত পানিবন্দি মানুষের পাশে বিএনপি ছিল আছে এবং থাকবে। বিএনপি জনদরদি দল, তাই বিএনপি মানুষের কষ্ট দেখে ঘরে থাকতে পারেনি। শুরু থেকে বিএনপি পরিবার তাদের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে। নিশিরাতের অনির্বাচিত সরকারের কোন দায়বার নেই এদেশের সাধারন মানুষদের নিয়ে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা সিলেট সুনামগঞ্জ সহ বানভাসি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ১২২ বছরের ইতিহাসে সিলেট এইরকম বন্যা হয়নি, এদেশের মানুষ দেখেছে বিএনপি কিভাবে মানুষকে সাহায্য করছে।
যুক্তরাষ্ট্র নেতা- আব্দুল হকের সভাপত্বিতে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার সহ আইন বিষয়ক সম্পাদক সজিবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী, সাধারন সম্পাদক এস এম তসলিম আহমদ নেহার। বিএনপি নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ।
উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আসাদুর রহমান রুহেল, সহ সভাপতি মো সাহেদ আলী মেম্বার, সহ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তানিম,সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী , সহ সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ,সহ ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ছাএবিষয়ক সম্পাদক শাহীন আহমদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান,আইন বিষয়ক সম্পাদক ডা আযাদ আহমদ,উপজেলা ছাএদলের আহবায়ক মেহেদি হাসান রফি, যুগ্ম আহবায়ক রাহিবুল হাসান চৌধুরী সুজন ,৪নং ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রুহেল আহমদ রায়হান,৪নং ইউনিয়ন ছাএদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আহাদ,সাবেক যুগ্ন সম্পাদক জাহিদ হাসান খলিল,বিএনপি নেতা ধানু আহমদ,ফাহিম, সাবাজ, শরীফ প্রমুখ।