হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ৮:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত টমটম চালক রাহেল মিয়া(২০)।
বুধবার (৬ জুলাই) সকালে হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেল আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমরান হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাহেল নামের একজন নিহত হন।এ সময় আহত হন আরও দুজন। তাদের চিকিৎসা নিয়েছেন।