ভাই ডাকায় ক্ষেপলেন ওসমানীনগরের হিসাবরক্ষণ কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৫৭,অপরাহ্ন ০৪ জুলাই ২০২২
সিলেটের ওসমানীনগরে ভাই ডাকায় সেবাগ্রহীতার সঙ্গে অশোভন আচরণ করেছেন উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল। গতকাল রোববার মোবাইল ফোনে কথা বলার সময় একপর্যায়ে এমন আচরণ করেন তিনি।
জানা গেছে, সাবেক পুলিশ সদস্য কাসেম আলীর পেনশনের টাকার বিষয়ে তার ছেলে মুনীর আহমদ মনির উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে কথা বলার এক পর্যায়ে ভাই বলে সম্বেধান করায় ক্ষেপে গেলেন ওই কর্মকর্তা।তিনি ওই ব্যক্তিকে বলেন,আমি অপনার ভাই নয় সুন্দর করে কথা বলেন।আপনি আমাকে ভাই ডাকতে পারবেন না। আপনি কার সাথে কথা বলছেন বুঝে শুনো বলছেন কি? এমন করেও হুমকি দেন ওই কর্মকর্তা।
রবিবার বিকালে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে এমন হুমকি ও অশালিন আচরন করেন সিলেটের ওসমাননীগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও সাংবাদিকদের প্রদান করেছেন ওই ভুক্তভোগী মুনীর আহমদ মনির।
উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নীজ করনসী গ্রামের সাবেক পুলিশ সদস্য কাসেম আলীর ছেলে মুনীর আহমদ মনির সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,আমি উনাকে ভাই বলে ডাকায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন।যা ভাষায় বলে বুঝানোর নয়। এবং ভাই ডাকায় হুমকিও প্রদান করেছেন। বিষয়টি আমি জেলা প্রশাসকের কাছে মৌখিক জানিয়েছি। লিখিত ভাবে অভিযোগ দায়ের করবো।
অভিযোগের বিষয়ে ওসমাননীগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল বলেন,অফিসে আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না। মুনীর আহমদকে একটু সুন্দর ভাষায় কথা বলার জন্য অনুরোধ করেছি মাত্র।আমি কোন হুমকি প্রদান করিনি।