মহানবীকে কটুক্তি: সিলেটে এবার রাস্তায় নামলো তৃতীয় লিঙ্গের মানুষেরা
প্রকাশিত হয়েছে : ৭:৪১:১২,অপরাহ্ন ১৬ জুন ২০২২
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-কে অবমাননার প্রতিবাদে ও নুপুর শর্মার শাস্তির দাবিতে সারা বিশ্বের ন্যায় সিলেটেও প্রায় প্রতিদিনই বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার সিলেটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাস্তায় নামলো তৃতীয় লিঙ্গের জনগোষ্টির মানুষেরা।
বৃহস্পতিবার (১৬ জুন) বাদ আছর দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সিলেট শাখার ব্যানারে রাস্তায় নামেন তৃতীয় লিঙ্গের জনগোষ্টির বেশ কিছু মানুষ। এসময় তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-কে অবমাননার প্রতিবাদে ও নুপুর শর্মার শাস্তির দাবিতে নগরীর কোর্ট পয়েন্টে মিছিল ও সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রানা ভূইয়া।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা, ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও বি জেপি নেতা নবীন কুমার জিন্দাল কতৃক মানবতার মুক্তি দুত রাসুলুল্লাহ (সঃ) সম্পর্কে জঘন্য কটুক্তির তীব্র নিন্দা জানান। তারা বলেন, কটুক্তিকারীদের লোক দেখানো দল থেকে বহিষ্কার যথার্থ নয়। ওদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
বক্তারা, প্রিয় নবীর (সঃ) অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের উপর নেমে আসা জুলুম নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে দেয়ার ঘটনায় বিক্ষোভ মিছিলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধে ত্বরড়িত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তারা।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সিলেট শাখার শিক্ষার্থী শুভা হিজড়া, কারিশমা হিজড়া, হাসি হিজড়া, সুচনা হিজড়া, রাজু হিজড়া, রেখা হিজড়া, সাদ্দাম হিজড়া, তানহা হিজড়া, রচনা হিজড়া, মিথিলা হিজড়া, মিলা হিজড়া, নাইমা হিজড়া, রুমেলা হিজড়া, রিমা হিজড়া প্রমূখ।
সিলেট প্রতিদিন