মহানবী (সঃ) এর অবমাননার প্রতিবাদে উমরপুর ইউনিয়ন আল ইসলাহর বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৯:১৬:৫২,অপরাহ্ন ১৫ জুন ২০২২
বিশেষ প্রতিনিধি:
ভারতের সরকার দলীয় নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সঃ) ও তাঁর প্রিয়তমা স্ত্রী হযরত আয়শা (রাঃ) আনহার শানে বেয়াদবি মুলক মন্তব্যের প্রতিবাদে আজ (১৫ জুন) বুধবার বাদ আছর বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া উমরপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে উপজেলার নিউ মার্কেট বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি গোয়ালাবাজার টু সৈয়দ পুর সড়ক প্রদক্ষিণ করে। নিউ মার্কেট বাজারে ইউনিয়ন আল ইসলাহ সভাপতি আব্দুল বারী চৌধুরী সাবুলের সভাপতিত্বে ও মাওলানা শুহেদ আহমদের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
কারী হুসাইন আহমদ সুহেল এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ উমরপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজ মুহাম্মদ আজাদ আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযের অর্থ সম্পাদক মাহবুব খান, খাদিমপুর খাঠালখাইড় দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা কবির আহমদ বুলবুল, আলহাজ্ব আতাউর রহমান হাফিজিয়া এতিমখানা মাদরাসার সুপার মাওলানা কবির আহমদ, নিউ মার্কেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহবাবুল হুসাইন।
মিছিল ও পথসভা উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়ন আল ইসলাহর সহসভাপতি মোঃ জুনাব আলী,ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি ফয়ছল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ফয়েজ আলী, হাফিজ মোহাম্মদ আলী, সুহাদ আহমদ, ইউনিয়ন তালামীযের সভাপতি রুমান খান, নিউ মার্কেট বাজার সেক্রেটারি সাজ্জাদুর রহমান, খান মোঃ ইসমাইল, মঞ্জুর আলী, মাওলানা আহমদ আলী, নজরুল ইসলাম সহ সর্বস্তরের নবী প্রেমিক মুসলিম জনতা।
বক্তরা তাদের বক্তব্যে বলেন ৯৫% মুসলমানদের এই বাংলাদেশে কেন এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব দেওয়া হয়না। অবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব আনয়ন করতে হবে। ভারত সরকার অবিলম্বে দোষীদের কে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
পরিশেষে মাওলানা আবুল বাশারের মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও পথসভার সমাপ্তি করা হয়।