কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় হাসপাতালের হিসাব রক্ষক আহত
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৪৮,অপরাহ্ন ১৫ জুন ২০২২
কুলাউড়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক আমিনুল ইসলাম। মঙ্গলবার বিকেলে অফিসের কাজ শেষে কুলাউড়া থেকে বাস যোগে মৌলভীবাজার বাসায় ফেরার পথে অতর্কিত এ হামলার শিকার হন। তিনি বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ডিউটি শেষ করে বাসে কুলাউড়া থেকে মৌলভীবাজার ফিরছিলাম। বাসটি কুলাউড়ার স্কুল চৌমোহনা এলাকায় আসার সাথে সাথে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী বাসটি পথরোধ করে বাসে ওঠে।
সেসময় কোনো কিছু বুঝে ওঠার আগে তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে রড, ধারালো ছুরি ও লোহার পাইপ দিয়ে মারধর করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।