বাকার সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৫৯,অপরাহ্ন ১৪ জুন ২০২২
সুরমা নিউজ:
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন বাকাক কার্যকরী কমিটির এক সভা গত ১২ই জুন ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় সংগঠনের এবারের বার্ষিক বনভোজন ২৪শে জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে এবং ১৪ই আগস্ট পথমেলা ব্রঙ্কসের জেরেগা ও ওয়াটারভেরী এভিনিউতে আয়োজন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আব্দুল হাসিম হাসনু, সহ সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু , মোহাম্মদ সাদি মিন্টু, ফয়সল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ, শাহ কামাল উদ্দিন,অর্থ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ রনি, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, বিশেষ অতিথি রুহুল আমিন প্রমুখ । সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে আহবায়ক, শাহ কামাল উদ্দিনকে সদস্য সচিব ও মিসেস সালমা সুমিকে প্রধান সমন্বয়কারী করে বনভোজন উদযাপন কমিটি ও সংগঠনের সহ সভাপতি সৈয়দ ইলিয়াস খসরুকে আহবায়কও সহ সভাপতি ফয়সল আহমদকে সদস্য সচিব এবং কার্যকরী পরিষদ সদস্য শহীদুল ইসলামকে প্রধান সমন্বয়কারী করে পথমেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহ কামাল উদ্দিনকে আহবায়ক করে স্টল উপ কমিটি , কোষাধ্যক্ষ কবি শাহ বদরুজ্জামান রুহেলকে আহবায়ক করে ম্যাগাজিন প্রকাশনা উপ কমিটি , সহ সভাপতি সাদি মিন্টুকে আহবায়ক করে অভ্যর্থনা উপ কমিটি গঠন করা হয় ।সভায় সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়াজী স্থায়ী ভাবে বাফেলো চলে যাওয়ায় নতুন কমিটি না হওয়া অবদি সংগঠনের কোষাধ্যক্ষ কবি শাহ বদরুজ্জামান রুহেলকে সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাওয়ার দায়িত্ব অর্পন করা হয়।
সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সভায় স্বতস্ফূর্তভাবে অভিনন্দন প্রস্তাব গৃহিত হয় ও সংগঠনের অসুস্থ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীমের আশু সুস্থতা কামনা করা হয় ।