হাকালুকি হাওড়ে নৌকাডুবি, কলেজছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৪৯,অপরাহ্ন ১৪ জুন ২০২২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের শাহ মীর এলাকায় হাকালুকি হাওড়ে নৌকাডুবিতে নিখোঁজের ৫ ঘণ্টা পর এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ভাটেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহ মীর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত তানিম সিদ্দিকীসহ (১৯) ১০-১২ জন নৌকাযোগে হরিপুর এলাকা থেকে স্বামীর এলাকায় একটি বাড়িতে শিরনি খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরিয়ে তীরে ফিরলেও তানিম ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ১০টায় লাশটি উদ্ধার করে।
নিহত তানিম সিদ্দিকী বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। সে ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ত। এক ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয়।
বিষয়টি নিশ্চিত করে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, লাশটি এলাকাবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে— ছেলেগুলো ফেরার পথে হইহুল্লোড় করছিল, আবহাওয়াও খারাপ ছিল; তাই নৌকাটি উল্টে যায়।