সুনামগঞ্জে হাওড়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, আহত ৪
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সালদিঘা হাওড়ে ইটবোঝাই নৌকাডুবিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নৌকায় থাকা ৪ জন প্রাণে বাঁচলেও তারা গুরুতর আহত হন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সালদিঘা হাওড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ঝন্টু দাস (৫০) উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী (সৈয়দপুর) গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
আহতরা হলেন- সিচনী (সৈয়দপুর) গ্রামের আবিদ আলীর ছেলে ইসরাইল (২০), একই গ্রামের তৈইমুছ আলীর ছেলে নুর আলীম (২০), মৃত হরমন দাসের ছেলে হরিধন দাস (৫৫) ও মৃত নবদ্বীপ দাসের ছেলে পিন্টু দাস (৪০)। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টায় সিচনী গোলাম রব্বানী ইট ভাটা হতে নিহত ঝন্টু দাসসহ তার সঙ্গীয়রা নৌকায় ইটবোঝাই করে সলফ গ্রামে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে হাওড়ে প্রচণ্ড ঝড় শুরু হলে তাদের ইটবোঝাই নৌকাটি উপজেলার দরগাপাশা ইউনিয়নের সালদিঘা হাওড়ে ডুবে যায়।
এ সময় নিহত ঝন্টু দাস পানিতে তলিয়ে গেলেও সঙ্গে থাকা অপর সঙ্গীরা সাঁতার কেটে পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আশ্রয় নেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টায় ডুবে যাওয়া ঝন্টু দাসের লাশ পানির নিচ থেকে উদ্ধার করেন।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।