মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের সাথে পুলিশের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৩৮,অপরাহ্ন ১৪ জুন ২০২২
মিশিগান প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে ওয়ারেন সিটি পুলিশ বিভাগ ও ক্রাইম কমিশন’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন) দুপুরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) এর আয়োজনে বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়। সভায় প্রবাসীরা সিটিতে বসবাসরত অবস্থায় ঘটে যাওয়া বিভিন্ন জটিলতা ও অপরাধ বিষয়ক সমস্যাগুলো সিটি পুলিশ বিভাগ ও ওয়ারেন ক্রাইম কমিশন’র কাছে তুলে ধরেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক ও ক্রাইম কমিশনার সুমন কবির’র সঞ্চালনায় মতবিনিময়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী। এতে বক্তব্যে রাখেন স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন, ওয়ারেন সিটি মেয়র জেমস ফাউটস, ক্রাইম কমিশনার চেয়ারম্যান রেক্স মারশাল, ডেপুটি পুলিশ কমিশনার রবার্ট আহরেন।
বক্তব্যে ওয়ারেন সিটি পুলিশ বিভাগ ও ক্রাইম কমিশন’র কর্মকর্তারা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি কমিউনিটির সাথে পুলিশের সম্পৃক্ততা আরও দৃঢ় হবে। সামাজিক বিশৃঙ্খলা কিংবা যেকোনো ধরণের অপরাধ সমাধানের লক্ষ্যে পুলিশ বিভাগ সর্বোচ্চ কাজ চালিয়ে যাবে।
সভায় আরও বক্তব্যে রাখেন ক্রাইম কমিশনার অ্যান্জেলা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ এন ইসলাম শামীম, চিটাগাং ইউনিভার্সিটি এলোমাইন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, ইমাম ফখরুল ইসলাম, মিশিগান বিএডিসির সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপন, শান্ত রহমান, ব্যবসায়ী হাজী নিজাম আহমদ, রাজু আহমেদ, রিয়েল এস্টেট এজেন্ট হিমেল প্রমুখ।
মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দের আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশের কর্মকর্তারা। প্রশ্নোত্তর পর্বে ওয়ারেন সিটির বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরলে তা সুষ্টু সমাধানের আশ্বাস দেয়া হয়।
আইন-শৃঙ্খলা রক্ষার উন্নয়নসহ বাঙ্গালী কমিউনিটির সাথে পুলিশ বিভাগের সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে এই মতবিনিময় করা হয় বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী। তিনি বলেন, এই কার্যক্রম আমেরিকান পুলিশ কর্মকর্তাদের কমিউনিটির সাথে একটা সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিয়েছে। এতে করে কমিউনিটির মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে বলে আশা রাখি।